বইপড়ুয়া সদস্যদের লেখা নিয়ে চলে এলো অবকাশ শারদীয়া সংখ্যা।
আমরা গল্প পড়তে পড়তেই মনের কল্পনাকে কিছূটা বাস্তবে রুপ দিতে চেষ্টা করেছি।
এই সংখ্যায় লিখেছেন ইঙ্গা লুটস্কায়া, অমল বিকাশ সেন, শান্তনু সেন,
প্রসেনজিত ব্যানার্জী (পিব্যান্ডস), শংকর প্রসাদ নন্দী, পার্থ বন্দ্যোপাধ্যায়,
অদিতি কবির, প্রজ্ঞাদীপা হালদার, অয়ন চট্টোপাধ্যায় ও দেবব্রত মুখোপাধ্যায়।
নান্দনিক প্রচ্ছদ করেছেন অঙ্কনশিল্পী সৌরিক।
আপনারা লেখা পাঠাতে চাইলে পাঠাতে পারেন
ইউনিকোড ফন্টে, Editor অ্যাট obokash.in ঠিকানায়।
0 comments: